বোকার শব্দপ্রকাশ

এমনই খারাপ যুগ পড়েছে বোকাদেরও দরকার হয় দুই চার লাইন প্রযুক্তি জ্ঞান। আর কবি-সাহিত্যিকদের দেখলেতো মায়াই লাগে- বেচারারা তেল চুপচুপে মাথা, কাধে কাপড়ের ঝুলন্ত ব্যাগ নিয়ে গোবেচারার মত হেটে যাবে, তার চেয়ে বোকা লোক পেলে শেষ লেখা কবিতা বা গল্প শোনায় তারাও আজ প্রযুক্তির ফাটা বাশের চিপায় পড়েছে। এই কলি কাল তাদের জানিয়ে দিয়েছে অমন ভ্যাবলার মত চললে হবে না, একটা কিবোর্ড কিনে সাহিত্য চার্চা কর, কাগজ কলমের যুগ শেষ হল বলে। ভাষার মারপ্যাচ ফেলে এখন শিখতে হচ্ছে ওয়েব সাইট চালানো, patch মারা। তবে এই সংগ্রহশালা তাদের জন্য নয়, শুধু নিজের জন্য, ওয়েবে বিভিন্ন যায়গা থেকে সংগ্রহ করা, নিচে সূত্র দেয়া আছে, তাদের প্রতি কৃতজ্ঞতা। Continue reading “বোকার শব্দপ্রকাশ”

বোকার শব্দপ্রকাশ