তোমার পিঠের সিলটি মনে রেখো

কোনো এক বিকেলে, তখন অবশ্যই বিদ্যালয়ে পড়ি, বয়স বারো কি তেরো, হতে পারে আরো কম! জয়পাড়ার বড়মাঠে ফুটবল খেলা হচ্ছিল দোহার ও নবাবগঞ্জের মধ্যে। মনে আছে, খেলা দেখেছিলাম মাঠের উত্তর পশ্চিম দিকে ভীরের মাঝে দাঁড়িয়ে। খেলায় নবাবগঞ্জকে সমর্থন করেছিলাম। নিজেকে যতটা দোহারের তারচে’ চেয়ে নবাবগঞ্জের অনেক বেশি ভাবতাম সেজন্য যে কোনো খেলায় নববাগঞ্জকে সমর্থন করতাম, এই সিরিজের বাকি লেখাগুলোতে তার প্রেক্ষিত জানতে পারবেন। খেলায় নবাবগঞ্জ জিতল।

Continue reading “তোমার পিঠের সিলটি মনে রেখো”
তোমার পিঠের সিলটি মনে রেখো