লিটল হাউজ অন দ্য প্রেয়ারি: সহজ-সরল জীবন বর্ণনার আড়ালে নতুন আমেরিকার আলো ও অন্ধকারের ইতিহাস

যাকে আমরা চিনি, যার গল্প শুনি বা যার মুখে শুনি সে-ই আমাদের আপন। নইলে তো আরও কত লোক আছে, তারা আমাদের আগ্রহের সীমায় বাস করে না। বনের মাঝে যার জন্ম, ওয়াগনে বয়ে চলা, খালের পাড়ের ফুলের মাঠে বিচরণ, আর দিগন্ত বিস্তৃতি ঘাসের প্রান্তরে যার সংগ্রামী জীবনের গুরুত্বপূর্ণ সময়টি পার করেছে সেই লরা ইঙ্গলস ওয়াইল্ডারের লেখা আত্মজীবনী লিটল হাউজ সিরিজ পড়ে লক্ষ লক্ষ মেয়ে লরার মাঝে নিজেকে খুজে পেয়েছে অথবা লরার মত হতে চেয়েছে। সত্যি সত্যি কেও সে সুযোগ পেলে লরার ফুলেল জীবনের সাথে সাথে পরিশ্রমী ও সংগ্রামী জীবনটাও গ্রহণ করতে পারত কিনা সে এক প্রশ্ন! Continue reading “লিটল হাউজ অন দ্য প্রেয়ারি: সহজ-সরল জীবন বর্ণনার আড়ালে নতুন আমেরিকার আলো ও অন্ধকারের ইতিহাস”

লিটল হাউজ অন দ্য প্রেয়ারি: সহজ-সরল জীবন বর্ণনার আড়ালে নতুন আমেরিকার আলো ও অন্ধকারের ইতিহাস