ছবি তো ভাল উঠে! এই তোমার ক্যামেরার দাম কত?

প্রায়ই একটা প্রশ্ন আসে আমার কাছে, ডিএসএলআর ক্যামেরা কিনব, কোনটা ভাল?  আমি এই প্রশ্নটার সঠিক উত্তর দিতে পারি না। কারন আমার কাছে সব ক্যামেরাই ভাল, হাতে যে ক্যামেরাটা থাকবে তার সর্বোচ্চ ব্যবহার করতে পারাটাই ভাল ক্যামেরা।

আপনি দোকানে গিয়েছেন মোটর বাইক কিনতে, সাধারণ বাইক আর রেসিং বাইকের মধ্যে কোনটা কিনবেন সিদ্ধান্ত নিতে যে বিষয়গুলো বিবেচনা করবেন, ক্যামেরা কিনতে একই ভাবে চিন্তা করবেন। এসএলআর কিন্তু ‘ফ্যাশন প্রোডাক্ট’ নয়। সবচে’ গুরুত্বপূর্ণ বিষয় হল এসএলআরে ভাল ছবি উঠে না, উঠাতে হয়।

আর যদি বলতেই হয় কোনটা ভাল ক্যামেরা তবে বলি, এখনো সময় আছে, গুলিস্তানের পুরান মার্কেটে চলে যান। খুঁজলে হয়তো ২০০৯ সালের মডেল নিকন ডি৬০ পেয়ে যেতে পারেন। এটাই সবচে’ ভাল ক্যামেরা, আমি এইটা দিয়ে ছবি তুলি।

ছবি তো ভাল উঠে! এই তোমার ক্যামেরার দাম কত?

এখানে আপনার মন্তব্য রেখে যান