জীবনের লক্ষ্য হল সুখী হওয়া। সেটা অনেক সম্পদের মালিক হয়েও হওয়া যায়, আবার অল্পতুষ্টিতেও হওয়া যায়। এজন্য বড় কোনো শহরে থাকতে হবে এমনও নয়। একটা শান্ত, সহজ, নিরুপদ্রব জীবন পেলে মন্দ কী!
ইচ্ছে ছিল একটা মুদি দোকান দেব, মোটা গোঁফ থাকবে আর থাকবে একটু ভুরি। দোকানে এক কোনায় থাকবে একটা ১৭ ইঞ্চি টেলিভিশন। সেন্ডো গেঞ্জি আর সাদা লুঙ্গি পড়ে ডালের বস্তায় হেলান দিয়ে সারাদিন ভারতীয় বাংলা নাটক দেখব আর গোঁফে তা’ দেব। সুখী হওয়া দিয়েতো কথা নাকি?
বাড়ী থেকে সাঁজানো পান আসবে, ফোন করে বলব, “বৌ, পানে লবন বেশি হইছে!”

সংক্ষিপ্ত পোষ্ট